মিরপুর ১২ নম্বরের ইয়াসিন আলী মোল্লা বস্তির সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ইতোমধ্যেই বস্তির কয়েক হাজার ঘর পুরোপুরি পুড়ে গেছে বলে মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট
সোমবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির উত্তর দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। বস্তির পাশে হাজার হাজার মানুষের আহাজারি করছে। বস্তিটি ৭০ বিঘা জমি জুড়ে বিস্তৃত। এখানে কমপক্ষে সাত থেকে আট হাজার ঘর রয়েছে। কমপক্ষে ২৫ হাজার লোক বসবাস করেন এ বস্তিতে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর