রাজশাহীর চারঘাট উপজেলায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক সম্রাট জয়নাল মুন্সি (৪০) ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য তজলুল হক তজলুকে (৪৫) গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার রাত ৩টার দিকে চারঘাট উপজেলার রাওথা গ্রামে থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
গ্রেফতার জয়নাল মুন্সি ও ইউপি সদস্য তজলুল হক তজলু উপজেলার রাওথা এলাকার ওহাব আলীর ছেলে। তার বিরুদ্ধে রাজশাহীসহ দেশের বিভিন্ন থানায় অস্ত্রসহ মাদকের ১৩টি মামলা রয়েছে এবং ইউপি সদস্য তজলুল হক তজলুর নামে থানায় ৭টি মাদক মামলা রয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মডেল থানার ওসি’র নেতৃত্বে উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ও এএসআই জোবায়ের ইসলাম সঙ্গীয় ফোর্স রাওথা গ্রাম ঘিরে ফেলে। এসময় তজলু পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৮/এনায়েত করিম