সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।
রবিবার বিকেল সোয়া ৩টার দিকে গণপদযাত্রা থেকে আন্দোলনকারীরা শাহবাগ অবরোধ করেন। এতে শাহবাগ-মতিঝিল, শাহবাগ-ফার্মগেট, শাহবাগ-নিউমার্কেট, শাহবাগ-দোয়েল চত্বর এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি রবিবার বেলা দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তা দিয়ে বের হয়ে রাজু স্মৃতি ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে শাহবাগের মোড়ে এসে অবস্থান নেন তারা।
এ সময় তাদের মুখে স্লোগান ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই,’ 'আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মেনে নাও, ‘১০% এর বেশি কোটা নয়।’
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে আজ পদযাত্রা কর্মসূচি থেকে তারা সড়ক অবরোধ করেছেন। শিক্ষার্থীরা বলছেন, কোটা বিলুপ্তির জন্য নয়, তারা কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করছেন।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল, ২০১৮/মাহবুব