রাজধানীতে ৪০ লাখ ভারতীয় রুপিসহ জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। দক্ষিণ মনিপুর এলাকার মোল্লাপাড়ায় আজ বিকেলে একটি বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় জাল রুপি তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কারখানা থেকে প্রায় চল্লিশ লাখ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। এখনো অভিযান অব্যাহত রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার