প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে আনন্দ র্যালি করেছে ছাত্রলীগ।
রবিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে এ আনন্দ র্যালির আয়োজন করে স্ব স্ব শাখা ছাত্রলীগের নেতারা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আনন্দ র্যালি বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের টিএসিতে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ। এতে সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের নেতৃত্বে আনন্দ মিছিল বের করে সংগঠনের শত শত নেতাকর্মীরা। পরে তারা সংক্ষিপ্ত বক্তৃতা করেন।
একইভাবে মিছিল করেছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভাপতি মানবিকা সরকার ও সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানার নেতৃত্বে ক্যাম্পাস প্রাঙ্গণে আনন্দ মিছিলটি বের করা হয়। ইডেন কলেজ ছাত্রলীগও অনুরূপ মিছিল বের করে।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল, ২০১৮/মাহবুব