অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ক্ষমতাসীন দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হাতে নৌকা প্রতীক তুলে দেন স্বয়ং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
রবিবার সন্ধ্যার পরে গণভবনে প্রধানমন্ত্রী ও সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের সবচেয়ে বড় এই সিটি কর্পোরেশন নির্বাচনে গতবারও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন জাহাঙ্গীর আলম। তবে সেই নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত হন তিনি। শেষ পর্যন্ত ভোটে আওয়ামী লীগ হেরে যায়।
এরপর জাহাঙ্গীর আলমকে প্রধানমন্ত্রী নিজেই গণভবনে ডেকে এনে মহানগর আওয়ামী লীগের দায়িত্ব কাঁধে তুলে দেন। তখনই তিনি দল গোছাতে নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় এবার জাহাঙ্গীরের ওপর আস্থা রাখলেন নেত্রী।
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল, ২০১৮/মাহবুব