গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন লাভের পর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেওয়ায় তাকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া মেয়র পদে আজমত উল্লাহ খানসহ অন্য যারা প্রার্থী ছিলো তাদের নিয়ে এক সঙ্গে আমি কাজ করবো। গাজীপুর
সিটির সকল ভোটার, তরুণসহ সবাইকে নিয়ে গাজীপুরকে একটি আধুনিক শহর হিসাবে গড়ে তোলা হবে। এর জন্য দলের জেষ্ঠ্য নেতা ও কর্মীদের সঙ্গে আলোচনা শুরু করেছি।
এদিকে জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন পাওয়ায় আজ সকাল থেকে নেতা কর্মীরা তার বাসায় জড়ো হন এবং তাকে ফুলদিয়ে অভিনন্দন জানান। তিনি দলীয় মনোনয়ন পাওয়ায় স্থানীয় নেতাকর্মীরা আনন্দিত ও উৎফুল্লা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল ২০১৮/হিমেল