ছাত্রদের দাবি মেনে নেয়া উচিত জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, কোটা পদ্ধতি সংস্কারে দেশব্যাপী ছাত্রদের আন্দোলনের সঙ্গে বিএনপি একমত পোষণ করছে। তাই ছাত্রদের দাবি মেনে নেয়া উচিত। তাদের দাবী যৌক্তিক। আজ দুপুরে হবিগঞ্জে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান আরও বলেন, আজকে নির্বাচন কমিশনও এ সরকারের আজ্ঞাবহ। নির্বাচন কমিশন নির্বাচনে সেনা মোতয়েনের কথা বললেও সরকার বলে এটি কমিশনের এখতিয়ারে নেই।
বিডি প্রতিদিন/এ মজুমদার