গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী যথাক্রমে হাসানউদ্দিন সরকার এবং নজরুল ইসলাম মঞ্জুকে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
আজ সন্ধ্যার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় থেকে তাদের নাম ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুই সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে মোট ৯ জন রবিবার রাতে দলের মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দেন। তাদের মধ্যে গাজীপুরের বর্তমান মেয়র আবদুল মান্নানসহ ছয় জন এবং খুলনার বর্তমান মেয়র মনিরুজ্জামান মনিসহ তিন জন মেয়র পদে ধানের শীষ প্রতীক পেতে সাক্ষাৎকার দিয়েছেন।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ এপ্রিল; যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল। আগামী ১৫ মে ভোটের দিন রেখে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি।
উল্লেখ্য, ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত। এখানে ভোটার ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। আর খুলনা সিটি করপোরেশন গঠিত ৩১টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে। এখানে মোট ভোটার চার লাখ ৯৩ হাজার ৪৫৪ ।
বিডি প্রতিদিন/এ মজুমদার