কোটা সংস্কারের দাবিতে ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুমিল্লা নগরীর পূবালী চত্বরে বিক্ষোভ মিছিল করেছে।
এছাড়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জেলা শাখার সদস্যরা কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
সোমবার ক্লাস বর্জনের পর দুপুরে কোটা ব্যবস্থাকে সংস্কার করে শতকরা ৫৬ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসা এবং কোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য থাকা পদসমূহে মেধার নিয়োগসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কুমিল্লা নগরীর পূবালী চত্বরে অবস্থান নেন। এসময় দাবি আদায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি মাজহারুল ইসলাম হানিফ জানান, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে একাত্মতা পোষণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল বিভাগের ক্লাস বর্জন করেছে। এছাড়া দুুপুরে এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৮/মাহবুব