বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট শওকত হোসেন হিরনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় নগরীর মুসলিম গোরস্থানে হিরনের কবরে ফুলেল শ্রদ্ধা জানান তার সহধর্মীনি সদর আসনের বর্তমান এমপি জেবুন্নেছা আফরোজসহ অন্যান্যরা।
সকাল ১০টায় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে হিরনের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদনসহ দোয়া-মোনাজাত করা হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর এবং যুগ্ম সম্পাদক সাদিক আবদুল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাদ জোহর নগরীর আলেকান্দায় হিরনের বাসভবনে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করেছে তার পরিবার। বিকেলে সদর রোডের দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৮/ফারজানা