ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে এখন স্বর্ণ যুগ চলছে। শুধু দু’দেশের সরকার নয়, দুই দেশের মানুষে মানুষে এখন সুসম্পর্ক গড়ে উঠেছে। আর ভারত-বাংলাদেশের মধ্যে যে চুক্তি বা সিদ্ধান্ত হয়েছে তাতে দু’দেশই সমানভাবে লাভবান হবে।
সোমবার হোটেলে সোনারগাঁওয়ে ইনস্টিটিউট অব পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্সের (আইপিএজি) উদ্যোগে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে উত্তরণকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ব অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার উন্নয়নে বাংলাদেশকে ভারত অন্যতম ইঞ্জিন মনে করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে রবিবার বিকেলে তিনদিনের সফরে ঢাকায় আসেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকা ছাড়বেন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান