তরুণ সমাজ বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ এই তরুণ সমাজকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের পথ থেকে ফিরিয়ে আনতে পরিবার ও সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সোমবার বিকেলে ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা ও মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদকে প্রতিরোধ করার দাবিতে শাহজাহানপুরস্থ আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এক গণ র্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান বাবুলর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, শাহজাহান থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত হৃদয় প্রমুখ।
র্যালিটি শাহজাহানপুর আমতলা, প্রধান সড়ক হয়ে সেন্ট্রাল গভনমেন্ট বয়েজ স্কুলের সামনে দিয়ে মাহবুব আলী মিলনায়তনে সামনে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৮/এনায়েত করিম