গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দিত হাসান উদ্দিন সরকার। তিনি মনে করেন, বিএনপির মত বড় রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়াটা গৌরবের। সারাজীবন রাজনীতির চুড়ান্ত বহিঃপ্রকাশ মনোনয়ন পাওয়া। পুরনো অভিজ্ঞতা আর বর্তমান পরিবেশ পরিস্থিতির উপর সমন্বয় করেই সামনের দিকে এগুতে চান তিনি। বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।
দলীয় মনোনয়ন পাওয়ায় সকাল থেকে নেতাকর্মীরা তার বাসায় জড়ো হন এবং তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। গাজীপুর সিটিকে আধুনিক শহর গড়ে তোলার প্রত্যয়ে দলের জেষ্ঠ্য নেতা ও কর্মীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন হাসান উদ্দিন সরকার।
বিডি প্রতিদিন/এ মজুমদার