খুলনায় বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে মনোয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
সোমবার রাতে ঢাকায় বিএনপির মনোনয়ন বোর্ড নজরুল ইসলাম মঞ্জুকে খুলনার মেয়র প্রার্থী ঘোষণা করে।
নগর বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেন বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামীকাল এই মনোনয়নপত্র জমা দেয়া হবে।
জানা যায়, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নগর কমিটির সভাপতি হওয়ায় স্থানীয় রাজনীতিতে নজরুল ইসলাম মঞ্জুর রয়েছে একক আধিপত্য।
২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি ৯০ হাজার ৯৫০ ভোট পেয়ে আওয়ামী লীগের বর্তমান সাংসদ মিজানুর রহমানকে পরাজিত করেন। নজরুল ইসলাম মঞ্জু মেয়রপ্রার্থী হিসেবে দলের মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাস জানিয়েছেন নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৮/ফারজানা