লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনকে (৮৬)। ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার ভোর রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
বিএনপি মহাসচিব ফখরুলসহ পরিবারের সদস্য ও স্বজনরা হাসপাতালে ফাতিমা আমিনের পাশে আছেন। ফাতিমা আমিনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।
উল্লেখ্য, ফাতিমা আমিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. অব. মাহবুবুর রহমানের শাশুড়ি।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৮/ফারজানা