কোটা পদ্ধতি সংস্কারের পক্ষে-বিপক্ষে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। একই দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে মিছিল বের হয়।
পরে দুপুর থেকে খুলনা শিববাড়ি মোড়ে অবস্থান নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। শিক্ষার্থীরা এসময় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মিছিল করে ও শ্লোগান দেয়।
অপরদিকে কোটা পদ্ধতি বহাল রাখার দাবিতে বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ। তারা এই দাবির স্বপক্ষে যুক্তি তুলে ধরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/হিমেল