খুলনায় চমৎকার নির্বাচনী পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হয়েছে। কোনো প্রার্থী এখনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেনি। নির্বাচনী এলাকায় প্রার্থীদের সকল পোস্টার-ব্যানার অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দফতরে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
হেলাল উদ্দিন বলেন, নির্বাচনে কোনো ধরনের সহিংসতার আশংকা নেই। পুরো মাস ধরে নির্বাচন কর্মকর্তারা খুলনায় আসবেন। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে একাধিকবার বৈঠক করবেন, যাতে খুলনায় সুষ্ঠু নির্বাচন হয়। কোনো কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বিবেচিত হলে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা গড়ে তোলা হবে।
এর আগে, নির্বাচন কমিশন সচিব একই স্থানে কেসিসি’র রিটানিং কর্মকর্তাসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৮/মাহবুব