শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী একজন যাত্রীর নিকট থেকে আনুমানিক ২২ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।
মঙ্গলবার রাত ৮টার দিকে কাজী মো. সেলিম নামের ওই যাত্রীর কাছ থেকে এসব মুদ্রা জব্দ করা হয়। এর মধ্যে ব্রিটিশ পাউন্ড ১৮৫০০, মালয়েশিয়ান রিঙ্গিত ১৪০০।
এ বিষয়ে কাস্টম অ্যাক্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৮/মাহবুব