গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট দুই থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
সহকারী জেলার মাসুদ হোসেন জানান,, সকালে জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। গত ২৫ ফেব্রুয়ারি তাকে এ কারাগারে আনা হয়। এর আগে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/হিমেল