সাভারে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সেই পোশাক শ্রমিকের নাম আসাদুজ্জামান রুবেল (৩০)। মঙ্গলবার দিবাগত রাতে সাভার পৌর এলাকার ভাগুলপুর মহল্লায় জাফর আলীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রুবেল একটি রুমে দরজা বন্ধ করে দীর্ঘ সময় থাকেন। এসময় পরিবারের স্বজনরা রুবেলকে ডাকাডাকি করলে ভেতর থেকে কোনও সাড়া না পেয়ে তারা ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে সাভার মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর