রাজধানীসহ সারাদেশে কোটা সংস্কারের দাবিতে সড়ক-মহাসড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে করে আজ বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরীক্ষার্থীরা। বেশ কয়েকজন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি অনুযায়ী দুপুর ২টায় পরিসংখ্যান (তত্ত্বীয়) ২য় পত্র, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র
ক্রীড়া (তত্ত্বীয়) ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসব পরীক্ষারা মূলত সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, সকালে পরীক্ষা হলে পরীক্ষা শুরু হওয়ার পর সড়ক অবরোধ করা হয়। কিন্তু দুপুরে পরীক্ষা হওয়ায় আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়েছেন। এতে করে যেসব পরীক্ষার্থী বেশি দূরে অবস্থান করছে তারা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারবে কিনা সেটা নিয়ে একটু উদ্বিগ্ন রয়েছে। অনেক পরীক্ষার্থী এজন্য আগে ভাগেই রওনা দিয়েছে বলে জানিয়েছেন তাদের অভিভাবকরা।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৮/মাহবুব