দুই বাসের চাপায় এক শিক্ষার্থীর হাত হারানোর ঘটনার এক সপ্তাহ অতিবাহিত না হতেই রাজধানীর ফার্মগেটে বেপরোয়া বাসের চাপায় এক নারীর ডান পা থেঁতলে গেছে। বুধবার সকাল ৯টার দিকে আনন্দ সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত ওই নারীর ডান পায়ের হাঁটু ও নিচের অংশ থেঁতলে গেছে। তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, দুর্ঘটনার পরপরই নিউ ভিশন নামে ঘাতক বাস ও তার চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে সকাল ৯টার দিকে এক নারী সড়ক থেকে উঁচু বিভাজকের ওপর উঠতে যাচ্ছিলেন। এ সময় মতিঝিল থেকে চিড়িয়াখানা সড়কপথে চলাচলকারী নিউ ভিশন পরিবহনের একটি বাস সড়ক বিভাজক ঘেঁষে এগিয়ে আসে। বিভাজক ও বাসের মাঝে ওই নারীর ডান পা চাপা খায়। এতে তার ডান পায়ের হাঁটু ও নিচের অংশ থেঁতলে যায়।
এর আগে, গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর সার্ক ফোয়ারার কাছে বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের দরজায় দাঁড়িয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব। বাসটি হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছালে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটির গা ঘেঁষে অতিক্রম করে। এ সময় দুই বাসের প্রবল চাপে রাজীবের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/এনায়েত করিম