খুলনার রূপসা খানজাহান আলী সেতুর টোলপ্লাজা থেকে চারলাখ টাকার ভারতীয় চিংড়ি পোনা, ৪টি মোটরসাইকেল, ১টি পিকআপসহ ৯ জনকে আটক করেছে কোষ্টগার্ড।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কোষ্টগার্ড কর্মকর্তারা জানান, ভারত থেকে নিন্মমানের চিংড়ি পোনা চোরাকারবারীদের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচার হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় কোষ্টগার্ড।
এ সময় রূপসা খানাজাহন আলী সেতুর টোলপ্লাজা থেকে ৫টি মোটরসাইকেলে ও একটি পিকআপে ৪লাখ টাকার ভারতীয় পোনা উদ্ধার রা হয়। এ সময় চোরাকারবারীর সাথে জড়িত থাকার অভিযোগে নয়জনকে আটক করা হয়। আটককৃতদের বাড়ী সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়। পরে তাদেরকে রূপসা থানায় হস্তান্তার করা হয়।
বিডিপ্রতিদিন/ ই-জাহান