গণপরিবহনে নারীদের যৌন হয়রানি ও নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বরিশালে সংবাদ সম্মেলন করেছে তরুনদের সংগঠন ইয়ুথ সোসাইটি-বিওয়াইএস ও ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বুধবার বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এক জরিপ পরিসংখ্যান উল্লেখ করে সংগঠনের নেতারা বলেন, গত ১ বছরে গণপরিবহনে ২১ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। সমীক্ষা চলাকালে তারা বিভিন্নস্থানে ৭শ’ ৮৭ জন তরুণীর সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এর মধ্যে ২শ’ ৮৭জন গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগ করেন। আরও ৫শ’ জন নদী পথে যৌন হয়রানির কথা বলেন। সমীক্ষায় ২৭ভাগ তরুণী গণপরিবহনে গায়ে হাত দিয়ে তাদের শ্লীলতাহানি, ৪১ ভাগ অশালীন উক্তির শিকার এবং ৯ ভাগ যৌন হয়রানিমূলক অঙ্গভঙ্গি করে ছবি তোলার অভিযোগ করেন।
এদের মধ্যে ৩৯ ভাগ তরুণী যৌন হয়রানি শিকার হয়ে লোক লজ্জার ভয়ে চেপে যান, ৩৬ ভাগ মৌখিক প্রতিবাদ করে এবং মাত্র ৪ ভাগ তরুণী পুলিশের কাছে অভিযোগ নিয়ে যায় বলে সমীক্ষার উদ্বৃতি দেওয়া হয়।
গণপরিবহনে হয়রানি রোধে প্রশাসন সহ সর্বস্তরের মানুষকে সজাগ হওয়ার আহবান জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় ফায়েজ বেলাল, ইসরাত জাহান মিতু, রুমানা রফি, সাইমা আক্তার বিত্তি ও আহমেদ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান