উন্নয়নের স্বার্থে দিনাজপুরের সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
বৃহস্পতিবার সংসদের নিজ কার্যালয়ে দিনাজপুর সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
ইকবালুর রহিম বলেন, এলাকা ছাড়াও দেশের উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থাকার কারণে দিনাজপুর সদরে আধুনিক মানের মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। শতভাগ বিদ্যুৎ পৌঁছানো গেছে। রাবার ড্যামের মাধ্যমে শুষ্ক মৌসুমে কৃষকরা পানির সুবিধা নিতে পারছেন। বৃদ্ধাশ্রম, শিশু পরিবার ও হিজড়াদের আবাসন তৈরির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
মতবিনিময় অনুষ্ঠানে দিনাজপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক মর্তুজা হায়দার লিটন, সদস্য সচিব মিজানুর রহমান, সিনিয়র সদস্য শামসুল হক দুররানিসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১২ মে, ২০১৮/ফারজানা