রাজধানীর মোহাম্মদপুরে জনতা হাউজিংয়ের পাশে ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আজ ভোর সাড়ে ৫টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, ভোরে সিটি কর্পোরেশনের লোকজন ময়লা পরিষ্কার করতে গিয়ে নবজাতকটিকে দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, শিশুটির চিকিৎসার জন্য প্রথমে মোহাম্মদপুরে আরমান হেলথ কেয়ারে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৮/হিমেল