রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। একই সময় দগ্ধ হয়েছেন নুরু মিয়া (৩৫) নামে আরেক শ্রমিক।
শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় দু' জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করলে দুপুর ২টার দিকে রিয়াজের মৃত্যু হয়।
মৃত রিয়াজের সহকর্মী শাহাবুদ্দিন জানান, যাত্রাবাড়ী ধলপুর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের চারতলায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় একটি রড ভবনের পাশে থাকা বিদ্যুতের তার লাগে। এতে নুরু মিয়া ও রিয়াজ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে রিয়াজের মৃত্যু হয়।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দগ্ধ নুরুর অবস্থা ভাল আছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান