হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফির কাছে দোয়া চাইলেন গাজীপুর সিটি করপোরেশনে ১৪দলীয় জোটের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।
শনিবার রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন হেফাজতের আমীর আহমদ শফি। এর কিছুক্ষণ পরই এয়ারপোর্টে আসেন মেয়র প্রার্থী জাহাঙ্গীর। কুশল বিনিময়ের পর জাহাঙ্গীর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হেফাজতের কাছ থেকে পুনরায় সমর্থন চান।
গাজীপুর সিটি মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম দীর্ঘ সময় হেফাজতে ইসলামের আমীরের পাশে সময় কাটান।
এর আগে সর্বশেষ ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ওই সময়ে বিএনপি দলীয় জোটের মেয়র প্রার্থী এম এ মান্নানের পক্ষে প্রকাশ্যে মাঠে নামে হেফাজতে ইসলাম। হেফাজত কর্মীরা ওই সময় মেয়র মান্নানের পক্ষে প্রচারণা চালান ও ভোট চান।
সূত্র: মানবজমিন
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন