রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় ছাদ থেকে পড়ে তুষার হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। তুষার ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে হাত-মুখ ধোয়ার জন্য বাড়ি ছাদে ওঠেন তুষার। এ সময় পা পিছলে তিন তলার ছাদ থেকে সে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৮/আরাফাত