রাজধানীর ভাটারা থানাধীন নতুনবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় নুরজাহান বেগম (৭৫) নামের সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নুরজাহান বেগম চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মৃত আব্দুল মতিনের স্ত্রী। আহতরা হলেন তার ছেলে শফিউল, তার স্ত্রী আয়েশা (২৮), মেয়ে আঁখি (৯) ও ভাগ্নি হালিমা। এদের মধ্যে আয়েশা ও হালিমার অবস্থা আশঙ্কাজনক।
আহত শফিউল জানান, সদরঘাট থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে তারা টঙ্গী যাওয়ার পথে নতুনবাজার এলাকায় একটি ট্রাক তাদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তারা সবাই আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মায়ের মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৮/মাহবুব