রাজধানীর আদাবর এলাকায় অভিনব পন্থায় ইয়াবা পাচারকালে ৬৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। এ সময় দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা একটি প্রাইভেটকারের তেলের ট্যাংকিতে করে ইয়াবা বহন করছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দসহ দুইজনকে আটক করা হয়েছে।
তবে প্রাথমিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/ ১৫ মে ২০১৮/ ওয়াসিফ