ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গোবিন্দ ভৌমিক বিন্দুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার ওয়ারলেস রেলগেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় গোবিন্দ ভৌমিক হলি ফ্যামেলি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান কাজল, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান রানাসহ অনেকে।
এদিকে, হলি ফ্যামেলি হাসপাতাল নেয়ার পর অবস্থার অবনতি দেখা দিলে পরবর্তীতে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/০৪ জুন, ২০১৮/মাহবুব