রাজধানীর ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাপ্পী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।জয়কালী মন্দির এলাকায় আম কুড়াতে গিয়ে আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বাপ্পী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গুপিনগর গ্রামের সাহেব আলীর ছেলে। সে জয়কালী মন্দির এলাকায় চায়ের দোকানে খালু দেলোয়ার হোসেনের সঙ্গে থাকতো।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার