রাজধানীর খিলক্ষেতে পূর্ব শত্রুতা জের ধরে রাজীব (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার সকালে বড়ুয়ার লজনী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে ইকবাল ও হাবুসহ বেশ কয়েকজন রাজিবকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন পরে দ্রুত তাকে উদ্ধার করে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন