প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত ১৮ জন অতিরিক্ত বিচারপতি।
সোমবার সকালে তারা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাস কামরায় অবস্থান করেন।
১৮ বিচারপতি হলেন- বিচারপতি মো. আবু আহমাদ জমাদার, বিচারপতি এসএম আবদুল মবিন, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি এসএম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এসএম মনিরুজ্জামান, বিচারপতি শশাংক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহিউদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি ড. কেএম হাফিজুল আলম।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন