রাজধানীতে পৃথক স্থানে ছুরিকাঘাতে ২ যুবক আহত হয়েছে। এর মধ্যে হাজারীবাগে সমন্ধির ছুরিকাঘাতে ভগ্নিপতি শাহাদাত হোসেন (৩০) ও ধানমন্ডিতে এক গৃহবধূর দ্বিতীয় স্বামীর ছুরিকাঘাতে সাবেক স্বামী রাসেল সিকদার (২৮) আহত হয়েছেন।
সোমবার (০৪ জুন) দুপুর ১টা ও সন্ধ্যার দিকে এ দুই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শাহাদাতের বন্ধু জসিম বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে হাজারীবাগ সেকশন এলাকায় শাহাদাতের সমন্ধি মনির তাকে ছুরিকাঘাত করেন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়। শাহাদাত পেশায় লেগুনা চালক। হাজারীবাগ সেকশন পুলিশ ফাঁড়ি এলাকায় থাকেন তিনি।
এদিকে ধানমন্ডি ২৭ নম্বর রোডে একটি হাসপাতালের সামনে ইউসুফ নামে এক যুবক তার স্ত্রীর সাবেক স্বামী রাসেল সিকদারকে ছুরিকাঘাতে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে পরে ঢামেকে আনা হয়। দিনমজুর রাসেল মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকাতে থাকেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, পৃথক ঘটনায় আহত দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন। হাজারীবাগ ও ধানমন্ডি থানাতে বিষয়টি জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল