বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগ প্রমানিত হওয়ায় স্বামী সিদ্দিকুর রহমানকে ১ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ সোমবার অভিযুক্ত সিদ্দিতকুর রহমানকে ১ বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত সিদ্দিকুর রহমান নগরীর কলাডেমা এলাকার মরহুম ফজর আলীর ছেলে।
নির্যাতনের অভিযোগে ২০১০ সালের ২১ সেপ্টেম্বর সিদ্দিকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন স্ত্রী নাজনীন আক্তার।
বিডি প্রতিদিন/হিমেল