নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ডনচেম্বারে হজের টাকা আত্মসাৎ করার অভিযোগে জামাল উদ্দিন ও ওয়ালিউল্লাহ নামে দুইজনকে আটক করা হয়েছে। হজে নেয়ার নাম করে এক ডিম বিক্রেতার থেকে টাকা আত্মসাতের অভিযোগে সোমবার (০৪ জুন) সন্ধ্যায় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
জানা গেছে, ডনচেম্বার এলাকার আব্দুস সামাদ নামের এক ডিম বিক্রেতা হজে যাওয়ার জন্য জামাল উদ্দিন ও ওয়ালিউল্লাহর কাছে ১ লাখ টাকা জমা দেয়। কিন্তু তারা এখনও পর্যন্ত কোনো কাগজপত্র দিতে পারেননি। পরে তাদের দু’জনকে এলাকাবাসী ও স্থানীয়রা মিলে পুলিশে সোপর্দ করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, হজের কথা বলে অভিযুক্ত দুই ব্যক্তি ১ লাখ টাকা নিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি। প্রতারণার ঘটনা কিনা সেটি এখনই বলতে পারছি না।
বিডি প্রতিদিন/হিমেল