সাভারের আশুলিয়ায় সুর্বণা আক্তার নামে (১৫) এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলের দিকে আশুলিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকার নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
সুর্বণা আশুলিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকার সুমন সোলায়মানের মেয়ে। সে জাফর মাদবর একাডেমি স্কুলে নবম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরের দিকে বাড়ির একটি কক্ষে সুর্বণা ঘুমাতে যায়। কিন্তু র্দীঘ সময় পার হলেও দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজন তাকে অনেক ডাকা-ডাকি করলেও কোনো সাড়াশব্দ পায় না। পরে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সালাম জানান, ময়নাতদন্তের পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
বিডি প্রতিদিন/৫ জুন ২০১৮/হিমেল