রাজধানীতে অস্ত্রসহ ২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বুধবার রাতে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়।
এ ব্যাপারে ডিএমপি'র সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, আজ বেলা ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার