রাজধানীর ডেমরা এলাকা থেকে পিস্তলসহ রাজীব নামে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মী আটক হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটক রাজীব ডেমরা এলাকার নামাপাড়ায় থাকেন বলে জানা গেছে। তিনি ঢামেকে রেডিওলজি বিভাগে (স্পেশাল) পরিচ্ছন্নতাকর্মী হিসেবে পারটাইম ডিউটি করতেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে সকালে রাজীবের বাসায় অভিযান চালিয়ে পিস্তলসহ তাকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম