ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) সোহেল (২৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
সোহেলের বাবার নাম ইউসুফ ব্যাপারী। তার কয়েদি নম্বর ২৪৫৯/এ।
বিষয়টি নিশ্চিত করে কারারক্ষী আবু হানিফ জানান, সোহেল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাকে কারা হাসপাতালসহ ঢামেকে কয়েক দফায় ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। সকালে কারাগারের ভেতর আবারও তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ঢামেকে হাসপাতালে নেওয়া হলে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম