বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের মধ্যস্থতায় আত্মসমর্পণকৃত ৩১ জলদস্যুর পরিবারকে র্যাবের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খুলনা র্যাব-৬ এর কার্যালয়ে সুন্দরবনে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা এসব জলদস্যু ও তাদের পরিবারের মাঝে পাঞ্জাবি, শাড়ি, সেমাই, দুধ ও চিনি বিতরণ করা হয়।
এর আগে, গত ২৩ মে খুলনায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে র্যাব-৬ এর নিকট আত্মসমর্পণ করেন এসব জলদস্যু। এদের পুনর্বাসনসহ স্বভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করছে র্যাব।
র্যাব কর্মকর্তারা বলেন, আত্মসমর্পণ করা জলদস্যুরা যাতে তাদের পরিবার-পরিজন নিয়ে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব দেখে অন্য জলদস্যুরা আত্মসমর্পণ করতে চাইলে তাদেরকে পূর্ণ সহযোগিতা করা হবে।
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৮/মাহবুব