রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। বুধবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।
আটক ডাকাতরা হলেন- আলী নূর চৌধুরী (২০), সৌরভ খান (১৯), ইমরান মিয়া (৩৬), শান্ত (২০), রতন (১৮) ও মুসা (১৯)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উজ-জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দু’টি ছুরি, ১১টি করাত ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য জানিয়ে তিনি বলেন, চক্রের সদস্যরা দিনের বেলা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই করে থাকে। রাতের বেলা ফাঁকা বাড়ি দেখে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতি করতো।
বিডি প্রতিদিন/এনায়েত করিম