শাহজালাল বিমান বন্দরে সৌদি আরব থেকে বিজি-০৪০ ফ্লাইট যোগে আগত ৩ জন যাত্রীর নিকট থেকে ৫ টি স্বর্ণবার ও ১২০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের ওজন ৭০০ গ্রাম।
শুল্ক গোয়েন্দা বিমান বন্দর কর্তৃক বৃহস্পতিবার বিকালে এসব স্বর্ণবার ও স্বর্ণালংকারসহ রিয়াদ থেকে আগত সেই তিন যাত্রীকে আটক করে। আটককৃত স্বর্ণবার ও স্বর্ণালংকারের মোট মূল্য প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা। আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
জানা যায়, যাত্রীগণ কোন প্রকার ঘোযণা ছাড়াই গ্রীন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হবার সময় বিশেষ কায়দায় শরীর ,মানিব্যাগ ও জুতার মধ্যে লুকায়িত অবস্থা থেকে শুল্ক গোয়েন্দা দল স্বর্ণবার ও স্বর্ণালংকার উদ্ধার করে।
গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে বিজি-০৪০ বিমান যোগে স্বর্ণ চোরাচালান হবে। তবে কোন যাত্রীর নিকট পাওয়া যাবে তার সঠিক তথ্য না পাবার কারণে গ্রীন চ্যানেলে অবস্থান গ্রহণ করা হয়। যাত্রীগণ গ্রীণ চ্যানেল অতিক্রম করার পর তাদের জুতা,মানিব্যাগ এবং শরীর তল্লাশী করে স্বর্ণবারগুলো উদ্ধার ও আটক করা হয়।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর