সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার খুলনা মহানগরীর গোয়ালখালিতে কয়েকশ’ মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন। সকাল ৮টায় গোয়ালখালি পাঞ্জেগানা মসজিদে ঈদের জামাতের ইমামতি করেন ক্বারী আজিজুর রহমান।
নামাজে পুরুষদের পাশাপাশি শিশু ও আলাদাভাবে নারীরাও অংশ নেন। নামাজ শেষে খুরমা খাইয়ে আপ্পায়ন করা হয়।
জানা যায়, বরাবরই খুলনার এসব মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদ, শবে-বরাত, শবে-মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন।
এদিকে, আজ চাঁদ দেখা গেলে শনিবার সারা দেশে ঈদ পালিত হবে। সে হিসেবে এক দিন আগেই ঈদ উদযাপন করছেন তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম