রাজধানীর উত্তর বাড্ডার আলীর মোড় জামে মসজিদের কাছে দুর্বৃত্তদের গুলিতে ফরহাদ আলী নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজ আদায় করে বের হওয়ার পর শত শত মুসল্লিদের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
বাড্ডা থানার পরিদর্শক (অভিযান) আবুল কালাম আজাদ বলেন, জুমার নামাজের পর ফরহাদ যখন মসজিদ থেকে বের হন, তখন ১০০ গজ দূরত্ব পার হতে না হতেই আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ করে গুলি করে। তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলের আশপাশে সিসি ক্যামেরা রয়েছে। সেগুলোর ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান/হিমেল