গাজীপুরের শ্রীপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আরফান আলী (৩২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
আহত আরফান আলী উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বিন্দুবাড়ি গ্রামের হাসান আলীর ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় দিকে আরফান শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে নিজের বিকাশ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে শ্রীপুর রাজাবাড়ি সড়কে পৌঁছলে দুর্বৃত্তরা তার গতিরোধ করে কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন- পৌর এলাকার লোহাগাছ গ্রামের কামাল হোসেনের ছেলে দেলোয়ার হুসেন ও একই গ্রামের ইমান আলীর ছেলে জুলহাস। তাদেরকে আজ শুক্রবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল হক মোল্লা আহতের বরাত দিয়ে জানান, আরফান আলীর শ্রীপুর পৌর বাজারের পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বিকাশের দোকান রয়েছে। সারাদিন ব্যবসার পর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে শ্রীপুর রাজাবাড়ি সড়কে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন তার গতিরোধ করে কুপিয়ে আহত করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনা অবহিত হওয়ার পরই শ্রীপুর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল ও ১২০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম