রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দনিয়াতে স্বামীর মারধরে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃত সেই স্ত্রীর নাম আসমা আক্তার শিমুর (৩৪)। আর সেই পাষণ্ড স্বামী হলেন আব্দুল মাজেদ। ঘটনার পর সে পলাতক রয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় ওই নারীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে মেডিকেল অফিসার ডা. ফিরোজ তাকে মৃত ঘোষণা করেন। মৃত গৃহবধূর শরীরে মারধরের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর-হিমেল